গবেষণা পত্র লিখবেন যেভাবে
রিসার্চ প্রপোজাল, বাংলায় গবেষণার প্রস্তাবপত্র। মাস্টার্স, এমফিল এবং পিএইচডির জন্য গবেষণা পত্র লিখতে হয়। যাকে অনেকে বলেন থিসিস। অনেক সময় øাতক পর্যায়েও থিসিস করতে হয়। থিসিস বা গবেষণা পত্র তৈরির আগে তার একটা প্রস্তাবপত্র লিখতে হয়। একাডেমিক কাজের বাইরেও গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কাজে এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও প্রত্যেক বছর গবেষণা করে থাকে এবং এর জন্য ভালো বাজেটও থাকে। প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট গবেষণার জন্য গবেষাণার প্রস্তাবপত্র বা রিসার্চ প্রপোজাল আহবান করে থাকে। বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপও অনেক সময় এর উপর নির্ভর করে। প্রবাদের ভাষায় বললে পরিকল্পনা কাজের অর্ধেক। রিসার্চ প্রপোজালটা পুরো গবেষনার পরিকল্পনা বলা যায়। রিসার্চ প্রপোজাল লেখাটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে একটা ভালো রিসার্চ প্রপোজাল লিখা যায় তাই পরবর্তী প্রতিপাদ্য।
Comments
Post a Comment